• Saturday, September 13, 2025

চাঁপাইনবাবগঞ্জে ট্রেনের ধাক্কায় দুই বছরের শিশুর মৃত্যু

  • Sep 01, 2025

Share With

চাঁপাইনবাবগঞ্জে ট্রেনের ধাক্কায় দুই বছরের শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় ট্রেনের ধাক্কায় তাসলিমা খাতুন (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত তাসলিমা খাতুন যাদুপুর গ্রামের মশিউর রহমানের মেয়ে।

জিআরপি আমনুরা ফাঁড়ির ইনচার্জ এসআই আইনুল হক জানান, শিশুটি বাড়ির পাশে রেললাইনে খেলার সময় রাজশাহী থেকে রহনপুরগামী পূর্ণর্ভবা-মল্লিকা ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নাচোল থানার ওসি মনিরুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।