চাঁপাইনবাবগঞ্জে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
- Mar 10, 2025

চাঁপাইনবাবগঞ্জের দ্বারিয়াপুর এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সাদ্দাম হোসেন (৩২) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো দুজন। সোমবার সকাল ৭টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার দ্বারিয়াপুর ট্রাক টার্মিনালের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত সাদ্দাম হোসেন রাজশাহীর রামচন্দ্রপুর মহল্লার সাইদুর রহমানের ছেলে।
আহত ব্যক্তিরা হলেন— চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পিটিআই এলাকার মৃত অলিমান আলীর ছেলে নজরুল ইসলাম (৫৫) ও একই উপজেলার মহারাজপুর এলাকার মুনিরুল ইসলামের ছেলে সুমন।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, সকাল ৭টার দিকে দ্বারিয়াপুর ট্রাক টার্মিনাল সংলগ্ন চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কের ওপর বিপরীত দিকে থেকে আসা দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের চালক সাদ্দাম হোসেন ঘটনাস্থলে মারা যান। আর সুমন ও নজরুল গুরুতর আহত হলে ফায়ার সার্ভিস কর্মীরা চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে তাদের নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সাদ্দামকে মৃত ঘোষণা করেন।
চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সুইট নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, সাদ্দাম হোসেন ঘটনাস্থলে মারা যান। আর এ ঘটনায় সুমন ও নজরুল গুরুতর আহত হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।