• Monday, December 30, 2024

চাঁপাইনবাবগঞ্জে দৈনিক কালের কণ্ঠের জন্মদিন পালন

  • Jan 11, 2019

Share With

চাঁপাইনবাবগঞ্জে দৈনিক কালের কন্ঠের ১০ম জন্মদিন উদযাপন করা হয়েছে।বৃহস্পতিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ শহরের স্বরুপনগরে অবস্থিত সরকারি শিশু পরিবার মিলনায়তনে কালের কন্ঠ শুভসংঘ এই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য দেন শুভসংঘ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি সংস্কৃতি কর্মী ফায়জুর রহমান মানি।

আনন্দ আড্ডায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. মাহবুবুল আলম, সাবেক সভাপতি গোলাম মোস্তফা মন্টু, বালুগ্রাম ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ নসম মাহবুবুর রহমান মিন্টু, স্থানীয় দৈনিক চাঁপাই চিত্রের সম্পাদক কামাল উদ্দিন, সরকারি শিশু পরিবারের উপ-তত্বাবধায়ক আইনিন পারভিন, কালের কন্ঠের জেলা প্রতিনিধি ইমতিয়ার ফেরদৌস সুইট, আঞ্চলিক প্রতিনিধি আহসান হাবিব প্রমুখ।

একটি র‌্যালী বের হয়ে আশেপাশের সড়ক প্রদক্ষিণ করে। কেক কাটা ও তাদের মধ্যে খাবার বিতরণ করা হয়। শেষে চাঁপাই গম্ভীরা দলের সদস্যরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। এ-সময় সুবিধা বঞ্চিত এসব শিশুরা গানে গানে মেতে উঠে। এতিম শিশুদের সঙ্গে নিয়ে কালের কন্ঠের ১০ম জন্মদিনের আনন্দঘন অনুষ্ঠানে কালের কন্ঠের শুভান্যধায়ী, আমন্ত্রিত অতিথি ও শুভসংঘের সদস্যরা উপস্থিত ছিলেন।