• Friday, January 24, 2025

ইউনিয়ন পর্যায়ে ধান ক্রয় কেন্দ্র চালুর দাবিতে চাঁপাইনবাবগঞ্জে সিপিবির মানববন্ধন

  • May 20, 2019

Share With

‘কৃষক বাঁচাও, দেশ বাঁচাও’ স্লোগানকে সামনে রেখে ইউনিয়ন পর্যায়ে ধান ক্রয় কেন্দ্র চালু এবং ধানের দাম বৃদ্ধির দাবিতে চাঁপাইনবাবগঞ্জে সিপিবির মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। সোমবার দুপুরে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি চাঁপাইনবাবগঞ্জ শাখার আয়োজনে শহরের বঙ্গবন্ধু ম্যুরাল চত্বরে এ মানববন্ধনে দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করে।

বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) চাঁপাইনবাবগঞ্জ জেলার শাখার সভাপতি ইসরাইল সেন্টুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড শাহ আলম, কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড আহসান হাবিব, কৃষক সমিতির সাধারণ সম্পাদক কমরেড হুমায়ন কবির, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি চাঁপাইনবাবগঞ্জ শাখার সাধারণ সম্পাদক এ্যাড.আবু হাসিব, কৃষক সমিতির সদস্য কমরেড শফিকুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। কিন্তু কেন কৃষকরা ধান উৎপাদন করার পরও ধানের নায্য দাম পাচ্ছে না। কৃষকরা হাড়ভাঙ্গা পরিশ্রম করে ফসল ফলানোর পরও তাদের ঘামের দাম দেয়া হয়না। এই কৃষকরা যদি বেকার হয়ে যায়, তাহলে দেশের অর্থনীতির চাকা থেমে যাবে। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে হলে সরকারকে আন্তরিক হতে হবে এবং অতি সত্বর ইউনিয়ন পর্যায়ে ধান ক্রয় কেন্দ্র চালু করতে হবে