• Saturday, December 21, 2024

চাঁপাইনবাবগঞ্জে নাপিত (নরসুন্দর) এর মাঝে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী বিতরণ

  • May 15, 2020

Share With

নিজস্ব প্রতিবেদক: করোনা ভাইরাসের পরিস্থিতিতে সারা দেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জেও বন্ধ রয়েছে সবকিছু। দোকান, হাট, বাজার বন্ধ থাকায় কর্মহীন হয়ে পড়েছে মানুষ। সে সব মানুষের পাশে শুরু থেকে সাহায্য সহযোগিতা করে চলেছে জেলা প্রশাসনসহ বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠান। বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। এরই প্রেক্ষিতে শুক্রবার দুপুর ১২ টার দিকে পৌর এলাকার পুরাতন স্টেডিয়ামে ৫০ জন নাপিত (নরসুন্দর) এর মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার চাল, ডাল, তেল, আলু, লবণ) তুলে দেয়া হয়েছে। এসব সামগ্রী তুলে দেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আলমগীর হোসেন। এ সময় তিনি বলেন, যারা মানুষকে পরিপাটি হতে সাহায্য করে তাদের মধ্য হতে ৫০ জন নরসুন্দর যারা বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায় বাস করে তাদের হাতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার তুলে দিলাম।