• Friday, January 24, 2025

চাঁপাইনবাবগঞ্জে নারী জাগরণ ও উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • Aug 14, 2018

Share With

চাঁপাইনবাবগঞ্জে নারী জাগরণ উন্নয়ন শীর্ষক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে শহরের ফুড ক্লাব হোটেলের হল রুমে সম্মিলিত নারী পেশাজীবী পরিষদ সভার আয়োজন করে। সম্মিলিত নারী পেশাজীবী পরিষদ জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি মর্জিনা হকের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ।

জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি অধ্যক্ষ আতিকুল ইসলামের সঞ্চালনায় উক্ত সভায় মতবিনিময় করেনপ্রবীণ সমাজ সেবক মনিম উদ দৌলা চৌধুরী, নবাবগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সুলতানা রাজিয়া, অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক সিরাজুল ইসলাম, শাহনেয়ামতুল্লাহ কলেজের অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব এনামুল হক তুফান, জেলা পরিষদের সদস্য শান্তনা হক শান্তা প্রমূখ।

এখানে শিক্ষা,স্বাস্থ্য এমনকি সব শ্রেণীর নারীদের সাথে বিভিন্ন প্রশ্নউত্তরের মধ্য দিয়ে আনন্দঘন মুহুর্ত পার করেন সংসদ সদস্য আব্দুল ওদুদ