• Friday, January 24, 2025

চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের ১০ ঘন্টা পর শিশুর মরদেহ উদ্ধার

  • Oct 08, 2018

Share With

স্টাফ রিপোর্টার: নিখোঁজের ১০ ঘন্টা পর চাঁপাইনবাবগঞ্জের হরিপুরে থেকে শিশু রেদোয়ান আহম্মেদ হৃদয়ের (৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার দিবাগত রাত দেড়টায় হরিপুর মিয়াপাড়ার এলাকা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত শিশু হৃদয় চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার হরিপুর মিয়াপাড়ার আব্দুর রহিমের ছেলে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি (অপারেশন) ইদ্রিস আলী জানান, বিকেল থেকে শিশু রেদোয়ানকে খুঁজে পাওয়া যাচ্ছে না, মর্মে তার পরিবার রাতে সাড়ে ১১টায় সদর মডেল থানায় সাধারণ ডায়েরী করেন। এরপরই পুলিশের একটি দল রাত প্রায় দেড়টায় হরিপুর মিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে হৃদয়ের বাড়ীর অদূরে শিশুটির মরদেহ উদ্ধার করে এবং সোমবার সকালে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

তিনি আরো জানান, শিশুটির গলায়, ঘাড়ে ও কানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। অধিক তদন্তের মাধ্যমে মূল রহস্য উদঘাটন সম্ভব হবে বলে তিনি জানান।