• Friday, January 24, 2025

চাঁপাইনবাবগঞ্জে নির্বাচনী পোস্টার-ব্যানার, বিলবোর্ড অপসারণ অব্যহত

  • Nov 16, 2018

Share With

স্টাফ রিপোর্টার:  নির্বাচন কমিশনের নির্দেশে চাঁপাইনবাবগঞ্জে নির্বাচনী সকল প্রকার প্রচারণামূলক বিলবোর্ড, ব্যানার ও ফেস্টুন অপসারণ অব্যাহত রয়েছে। শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের বিভিন্ন মোড়সহ নানান যায়গায় এসব অপসারণ করে প্রশাসন।

চাঁপাইনবাবগঞ্জ শহরের কলেজ মোড় থেকে এ অভিযান শুরু হয়ে বাতেন খাঁ মোড়, বড় ইন্দারা মোড়, পুরাতন বাজার ও সার্কিট হাউজ রোড এলাকায় গিয়ে শেষ হয়। এ অভিযানের নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ্বাস ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রবিন মিয়া। আইন প্রয়োগকারী সংস্থার সহায়তায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার পরিচ্ছন্ন কর্মীরা এ অপসারণ কাজে অংশ নেয়।

এছাড়া কোনও প্রার্থী বা তাদের সমর্থকরা যাতে আচরণ বিধি লঙ্ঘন না করে সে বিষয়ে জেলা তথ্য অফিসের উদ্যোগে জেলা জুড়ে এ নিয়ে মাইকিং করা হচ্ছে বলে জানিয়েছেন জেলা তথ্য অফিসার ওয়াহেদুজ্জামান জুয়েল।