• Friday, January 24, 2025

চাঁপাইনবাবগঞ্জে নুসরাত হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

  • Apr 13, 2019

Share With

‘জাগো নারী বহ্নি শিখার’ আয়োজনে মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার বিচার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

ফেনীর সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার বিচারের দাবিতে মানববন্ধন থেকে অভিযুক্ত মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ-দৌলাসহ তার সহযোগী সবার দৃষ্টান্তমূলক শান্তির দাবি জানানো হয়।

শহরের বঙ্গবন্ধু মক্তমঞ্চের সামনে এ কর্মসূচির আয়োজন করে, নারীদের সংগঠন জাগো নারী বহ্নি শিখা। সকাল ১০টা থেকে ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে শিক্ষার্থী, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন, জাগো নারী বহ্নি শিখার আহ্বায়ক ফারুকা বেগম, সদস্য সচিব মনোয়ারা বেগম, শিক্ষক নুরুন্নাহার, সাবেক ছাত্রনেতা রফিক হাসান বাবলু, আবু হাসিব, ছাত্রনেতা আবদুল মজিদ, শিক্ষার্থী শিরিন জাহান ও খাতিজা খাতুন তন্না।