• Saturday, December 21, 2024

চাঁপাইনবাবগঞ্জে নৌকা প্রতীকের নির্বাচনী প্রচারণায় মাঠে মহীলা আ. লীগ ও যুব মহিলা লীগ

  • Sep 17, 2018

Share With

স্টাফ রিপোর্টার : চাঁপাইনবাবগঞ্জে নৌকা প্রতীকের হয়ে নির্বাচনী প্রচারণায় মাঠে কাজ করতে শুরু করেছে মহীলা আ. লীগ ও যুব মহিলা লীগ। এরি লক্ষে সোমবার বিকেলে মহীলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগের এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৯ ওয়ার্ডের মীরপাড়ায় মহিলাদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।


আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা যুব মহিলা লীগের সভাপতি অ্যাডভোকেট ইয়াসমিন সুলতানা রুমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম।

সভাটি সঞ্চালনা করেন, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সান্তনা হক। সভায় বক্তব্য দেন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা সোহরাব আলী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আতিকুল ইসলাম, সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মাতুয়ারা বেগম ও সাধারণ সম্পাদক নাসরিন পারভীন, আওয়ামী লীগ নেতা আয়াত নূর ইসলাম, শহর যুব মহিলা লীগের সভাপতি জুঁই আকতার, নারী নেত্রী আকসানা খাতুন, মোসলেমা বেগম প্রমুখ।

সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ এমপির পক্ষে আসন্ন নির্বাচনে কাজ করার জন্য আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগের নেতা-কর্মীদের প্রতি আহবান জানান বক্তারা। সভায় নারী কর্মীদের সরব উপস্থিতি দেখে বোঝা যাচ্ছে সামনে নির্বাচনী প্রচারণায় ঝাপিয়ে পড়বেন আওয়ামী লীগের নারী নেতৃবৃন্দ।