• Saturday, December 21, 2024

চাঁপাইনবাবগঞ্জে পরিবার কল্যাণ সেবা সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসী সভা

  • Nov 22, 2018

Share With

নিজস্ব প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে বৃহস্পতিবার এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ২৪-২৯ নভেম্বর পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ। এবারের স্লোগান হচ্ছে প্রাতিষ্ঠানিক ডেলিভারী বৃদ্ধি করি, প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা পদ্ধতি নিশ্চিত করি। জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পরিবার পরিকল্পনা দপ্তরের উপ-পরিচালক ডা. আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডা. সায়ফুল ফেরদৌস মো. খায়রুল আতাতুর্ক, জেলা তথ্য অফিসার ওয়াহেদুজ্জামান প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আনোয়ারুল আলি।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, সব পরিকল্পনা ব্যর্থ হয়ে যাবে, যদি না জনসংখ্যা নিয়ন্ত্রণ করা না যায়। দেশে মাতৃ মৃত্যু ও নবজাতকের মৃত্যুর হার অনেকাংশে কমে এসেছে। এছাড়া, অনাকাঙ্খিত মাতৃমৃত্যু রোধে নিজ নিজ অবস্থান থেকে সচেতনতার প্রয়োজন রয়েছে। আমাদের সকরকে সজাগ সচেতন হতে হবে।