• Friday, January 24, 2025

চাঁপাইনবাবগঞ্জে পিআইবি’র সাংবাদিকদের ৩ দিনব্যাপি প্রশিক্ষণ সমাপ্ত

  • Mar 13, 2019

Share With

চাঁপাইনবাবগঞ্জ জেলায় কর্মরত সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও মানোন্নয়নে তিন দিনব্যাপি বুনিয়াদি ও অনুসন্ধানমূলক রির্পোটিং প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে বুধবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ মিলনায়তনে সমাপনী অনুষ্ঠানে পিআইবি’র পরিচালক মো. ইলিয়াস ভূইয়া’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় অতিরিক্ত কমিশনার মো. আনওয়ার হোসেন, বিশেষ অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক ও পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম। সাংবাদিকদের পক্ষে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহিদুল হুদা অলক।

পরে প্রশিক্ষণে অংশগ্রহণকারী ৭০ জন সংবাদিকদের মধ্যে সনদপত্র বিতরণ করেন প্রধান অতিথি।

প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ (পিআইবি’র) চাঁপাইনবাবগঞ্জের ২টি ভেন্যুতে তিন দিনব্যাপি বুনিয়াদি প্রশিক্ষণ এবং অনুসন্ধানমূলক রিপোর্টিং প্রশিক্ষণের আয়োজন করে।