• Friday, January 24, 2025

চাঁপাইনবাবগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে ভারতীয় সহকারী হাইকমিশনার

  • Oct 12, 2024

Share With

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করেছেন বাংলাদেশ (রাজশাহী) এ নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার। শনিবার (১২ অক্টোবর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলার তিনটি পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি।

এ সময় ভারতীয় সহকারী হাইকমিশনারকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন চাঁপাইনবাবগঞ্জ শহরের শীবতলা চরজোত প্রতাপ ঠাকুরানি দুর্গা মন্দিরের পরিচালক বাসুদেব নন্দী এবং অজিত দাস। আর ভক্তদের উলুধ্বনীতে মুখরিত হয় মন্দিরের চারপাশ। ঠাকুর সমীর চক্রবর্তীর সহযোগীতায় পূজা অর্চনা শেষে দূর্গামাতার প্রতি পুষ্পার্ঘ্য অর্পণ করেন ভারতের সহকারী হাই কমিশনার।

এরপর তিনি সদর উপজেলার বারোঘরিয়া বাইশ পুতুল দুর্গা মন্দির ও পৌরশহরের ওয়ালটন মোড়স্থ সুরেন্দ্রনাথ সিংহের ছোট ঠাকুরবাড়ি মন্দির পরিদর্শন করেন। এ সময় তাকে শুভেচ্ছা জানান স্থানীয়রা। পরিদর্শনের সময় বিশ্ব মানবতার শান্তি চেয়ে প্রার্থনা করেন ভারতের সহকারী হাইকমিশনার।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ডাবলু কুমার ঘোষ, সাধারণ সম্পাদক ধনঞ্জয় চ্যাটার্জি, চরজোতপ্রতাপ দুর্গা মাতা ঠাকুরানি মন্দির কমিটির সভাপতি বাসুদেব নন্দী, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদসহ হিন্দু সম্প্রদায়ের নেতারা তার সঙ্গে পস্থিত ছিলেন।