• Friday, January 24, 2025

চাঁপাইনবাবগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেক কাটা ও দোয়া মাহফিল

  • Sep 28, 2018

Share With

স্টাফ রিপোটার : চাঁপাইনবাবগঞ্জে বৃহস্পতিবার দিবাগত রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ক্লাব-সুপার মার্কেটের তৃতীয় তলায় ডা. গোলাম রাব্বানীর রাজনৈতিক কার্যালয়ে ডা. গোলাম রাব্বানীর আয়োজনে বৃহস্পতিবার দিবাগত রাত ১২ টা ১ মিনিটে কেক কেটে ও দোয়ার মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্মদিন পালন করা হয়েছে।

এ-সময় উপস্থিত ছিলেন স্বাধীন চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক ডা. গোলাম রাব্বানী, দৈনিক চাঁপাই চিত্রের ব্যবস্থাপনা সম্পাদক ওলিউজ্জামান রুবেল, যমুনা টেলিভিশনের চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মনোয়ার হোসেন জুয়েল, চাঁপাই বার্তার ব্যবস্থাপনা সম্পাদক জাহিদ হাসান মাহমুদ মিম্পা, একেএম আনোয়ার হোসেন, এসকেএম হেলাল উদ্দীন, সাব্বির আহমদসহ প্রায় ৩০-৪০ জন কর্মীবৃন্দ।