• Friday, January 24, 2025

চাঁপাইনবাবগঞ্জে প্রয়াত বাবুল কুমার ঘোষের শোকসভা অনুষ্ঠিত

  • Mar 02, 2019

Share With

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ও আওয়ামী লীগ নেতা প্রয়াত বাবুল কুমার ঘোষের স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে শহরের শিবতলা দূর্গা মন্দির চত্বরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক প্রণব পালের সভাপতিত্বে শোকসভায় বক্তব্য রাখেন, উত্তরবঙ্গ বৈষ্ণব সংঘের প্রতিষ্ঠাতা শ্রীল শ্যাম কিশোর দাস মহারাজজী, বাবুল কুমার ঘোষের সহধর্মিনী বিউটি ঘোষ, সাবেক ছাত্রনেতা কামাল উদ্দীন, বাংলাদেশের কমিউনিষ্ট পাটি চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার এ্যাডভোকেট আবু হাসিব, জাসদ নেতা মুনিরুজ্জামান মুনির, তর্তিপুর মহাস্মশানের সাধারণ সম্পাদক কমল ত্রিবেদী, প্রশান্ত দাস, সনাতন ফেডারেশনের সভাপতি মৃণাল কান্তি দাস, শাহনেয়ামতুল্লাহ কলেজের প্রভাষক প্রশান্ত সাহা, গোমস্তাপুর পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি গৌতম রায়, সাধারণ সম্পাদক ডলার সাহা, নাচোল পূজা উদযাপন পরিষদের সভাপতি গোবিন্দ্র বর্মণ, পুরোহিত ধনোঞ্জয় ঠাকুর, সাংবাদিক ডাবলু কুমার ঘোষ, ছাত্রলীগ নেতা মুন্সি নজরুল ইসলাম সুজন, সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক শ্রী স্বপন কুমার ঘোষ প্রমুখ।

শোক সভায় বাবুল কুমার ঘোষের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন বক্তারা। সভায় বক্তারা বলেন, ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে বাবুল কুমার ঘোষের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

উল্লেখ্য, গত ৯ ফেব্রুয়ারী রাজনীতীবিদ ও সনাতন ধর্মের নেতা বাবুল কুমার ঘোষ ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় পরলোক গমন করেন।