• Friday, January 24, 2025

চাঁপাইনবাবগঞ্জে প্রয়াত যুবলীগ নেতা লালু ও জিয়া স্মরণে ইফতার মাহফিল

  • May 26, 2019

Share With

চাঁপাইনবাবগঞ্জ শহরের আরামবাগ বঙ্গবন্ধু ক্লাবে শনিবার সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক প্রয়াত আনোয়ার হোসেন লালু ও পৌর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক প্রয়াত জিয়াউর রহমান জিয়া স্মরণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রয়াত যুবলীগ নেতা জিয়াউর রহমান জিয়ার ছোট ভাই ও সদর উপজেলা যুবলীগের সহ-সভাপতি, সাবেক ছাত্রনেতা অহিদুজ্জামান অহিদের উদ্যোগে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

মুক্তিযোদ্ধা লাল মোহাম্মদের সভাপতিত্বে ইফতার মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শহিদুল হুদা অলক, জেলা পরিষদের সদস্য ও জেলা কৃষক লীগের সহ-সভাপতি আব্দুল হাকিম, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক লেনিন প্রামাণিক, সাবেক ছাত্রনেতা জিয়াউর রহমান তোতা, গোলাম শাহনেওয়াজ অপু, আবু সুফিয়ান, মুন্সি নজরুল ইসলাম সুজন, আল কামাল ইব্রাহিম রতন প্রমুখ।