• Friday, January 24, 2025

চাঁপাইনবাবগঞ্জে প্রয়াত সৈয়দ শাহজামালের স্মরণসভা ও দোয়া মাহফিল

  • Mar 02, 2019

Share With

সুশাসনের জন্য নাগরিক-সুজন, চাঁপাইনবাবগঞ্জ শাখার সভাপতি প্রয়াত এ্যাড. সৈয়দ শাহজামালের রুহের মাগফিরাত কামনায় স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তব্য দেন, জেলা প্রশাসক এজেডএম নূরুল হক, পুলিশ সুপার টি.এম. মোজাহিদুল ইসলাম বিপিএম-পিপিএম, সদর উপজেলা চেয়ারম্যান মোখলেশুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার আলমগীর হোসেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুস সামাদ, বীর মুক্তিযোদ্ধা খাইরুল ইসলাম, জেলা পরিষদের সদস্য আব্দুল হাকিম, সুজনের সাধারণ সম্পাদক সাংবাদিক মনোয়ার হোসেন জুয়েল, মরহুমের সহধর্মিণী নাসরিন পারভীন।

আলোচনা শেষে মরহুম সৈয়দ শাহজামালের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন, সাবেক পৌর মেয়র মাওলানা মো. আব্দুল মতিন।

উল্লেখ্য, ঢাকার একটি অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জের রসকস গম্ভীরা দল নিয়ে মাইক্রোবাসযোগে যাবার পথে টাঙ্গাইলের কালিহাতী এলাকায় এক মর্মান্তিক দূর্ঘটনায় আইনজীবী সৈয়দ শাহজামাল ও তাদের বহনকারী মাইক্রোবাস চালক মোশাররফ হোসেন মুসা নিহত হন।