• Saturday, December 21, 2024

চাঁপাইনবাবগঞ্জে ফুলকুঁড়ি উচ্চ বিদ্যালয়ে পুরস্কার বিতরণ

  • Oct 15, 2018

Share With

নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জে ফুলকুঁড়ি উচ্চ বিদ্যালয়ে ৮ম শ্রেণির টেষ্ট পরীক্ষায় সর্বোচ্চ মেধাবীর পুরস্কার প্রদান করা হয়েছে।

সোমবার সকালে স্কুলের হলরুমে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ করেন ফুলকুঁড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পৌর মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম। এ সময় সহকারী প্রধান শিক্ষক মো. আল-মামুনসহ স্কুলের সকল শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

শিক্ষক মোহাম্মদ নজরুল ইসলাম বক্তব্যে বলেন, গতবার আমাদের স্কুল থেকে ৯১ জন শিক্ষার্থী এ প্লাস পেয়েছিল। শিক্ষার্থীরা যেন আরও ভাল করে সে লক্ষে আমি তোমাদের টেস্ট পরীক্ষার আগে বলেছিলাম ভাল ফলাফল করতে পারলে পুরস্কৃত করব। আজ সে সব ভাল ফলাফলকারী শিক্ষার্থীদের মধ্যে ৯ জনকে পুরস্কৃত করলাম। প্রতিটি ক্লাসেই এ ব্যবস্থা করা হবে। পড়ালেখার প্রতিযোগিতার মধ্যে টিকে থাকতে হলে ভাল ফলাফল ছাড়া উপায় নেই।