• Saturday, December 21, 2024

চাঁপাইনবাবগঞ্জে ফেন্সিডিলসহ আটক ২

  • Aug 08, 2018

Share With

চাঁপাইনবাবগঞ্জের ঢাকা বাস স্ট্যান্ড ও শিবগঞ্জ খাসেরহাট বাজার থেকে ফেন্সিডিলসহ ২ ব্যক্তিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

চাঁপাইনবাবগঞ্জ গোয়েন্দা বিভাগের অফিসার ইনচার্জ মো. বাবুল উদ্দীন সরদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম বিপিএম এর নির্দেশনায় মঙ্গলবার রাতে পৃথক অভিযান চালিয়ে ৫০ বোতল ফেন্সিডিলসহ বিনোদপুর বাজার থেকে তোহরুল (৩০) কে আটক করা হয়। অপর দিকে সদরের ঢাকা স্ট্যান্ড থেকে ২০০ বোতল ফেন্সিডিলসহ স্বর্জনের মৃত জবদুলের ছেলে আমিনুল ইসলাম (৫০) কে আটক করা হয়।

এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান অফিসার ইনচার্জ বাবুল উদ্দীন সরদার।