• Saturday, December 21, 2024

চাঁপাইনবাবগঞ্জে ফেন্সিডিলসহ ৩ ব্যক্তি আটক

  • Oct 02, 2018

Share With

স্টাফ রিপোর্টার : চাঁপাইনবাবগঞ্জে ৩০০ বোতল ফেন্সিডিলসহ ২ ব্যক্তিকে আটক করেছে শিবগঞ্জ পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার সদস্যরা।

পুলিশের কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার শিবগঞ্জের খড়কপুর গ্রামে জুম্মা মসজিদের সামনে থেকে ২০০ বোতল ফেন্সিডিলসহ শিবগঞ্জ সাত রশিয়ার মো. রুবেল হোসেন (২৪) ও বরিশাল জেলার অক্সফোর্ড মিশন রোডের মো. জাহিদ হোসেন (৪৫) কে আটক করে শিবগঞ্জ থানা পুলিশ।

অপরদিকে চাঁপাইনবাবগঞ্জ সদরের মহানন্দা বাস ষ্ট্যান্ড থেকে রাত ১১ টার দিকে জেলা গোয়েন্দা শাখার সদস্যরা ১০০ বোতল ফেন্সিডিলসহ শিবগঞ্জে সদাশিকপুরের মো. নাইম (২২) কে আটক করে। এ-দুটি ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।