• Friday, January 24, 2025

চাঁপাইনবাবগঞ্জে ফেন্সিডিলসহ ১ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ডিবি

  • Oct 16, 2018

Share With

নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জে মঙ্গলবার বেলা ১ টার দিকে ফেন্সিডিলসহ ১ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

চাঁপাইনবাবগঞ্জ গোয়েন্দা বিভাগের অফিসার ইনচার্জ মো. বাবুল উদ্দীন সরদার দৈনিক আলোকিত চাঁপাইনবাবগঞ্জকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি শহীদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর বীরশ্রেষ্ঠ সেতুর টোল ঘর এলাকায় একটি ট্রাক অবৈধ মাদক ফেন্সিডিল নিয়ে আসছে।

তথ্য পাবার পর তাৎক্ষণিক গোয়েন্দা বিভাগের চৌকস একটি টিম টোল ঘর এলাকায় ওঁৎপেতে বসে থাকে। তিনি আরো জানা, পরে ঢাকা মেট্রো-ট ১৮-৩৭৫৭ ট্রাক আসলে থামিয়ে চল্লাসী চালানো হয়।

একপর্যায়ে ট্রাকের ভেতর থেকে ১৫০ বোতল ফেন্সিডিলসহ শিবগঞ্জ বাগবাড়ি গ্রামের মো. হোসেন (২৫) কে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান অফিসার ইনচার্জ বাবুল উদ্দীন সরদার।