চাঁপাইনবাবগঞ্জে বইয়ের ঘাটতি নিয়েই নতুন বছরে পাঠদান কার্যক্রম শুরু
- Jan 01, 2025
চাঁপাইনবাবগঞ্জে শুরু হয়েছে প্রাথমিক ও মাধ্যমিকের নতুন শ্রেণীর পাঠদান কার্যক্রম। বছরের প্রথমদিনেই পাঠদান শুরু হয় বিদ্যালয়গুলোতে। চাঁপাইনবাবগঞ্জে বেশির শিক্ষার্থী চাহিদা অনুযায়ী বই না পাওয়ার অভিযোগ করেন অভিভাবক ও শিক্ষার্থীরা।
এবার বই উৎসব না হলেও কোথাও আনুষ্ঠানিক, আবার কোথাও অনানুষ্ঠানিকভাবে বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম শুরু হয়।
প্রথম দিনে নতুন বই দেয়া যায়নি সব শিক্ষার্থীর হাতে। বিপুল পরিমাণ বই ঘাটতি নিয়েই এবার শুরু হয়েছে পাঠদান কার্যক্রম।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেছের আলী জানিয়েছে, প্রাথমিকে এ বছর বইয়ের চাহিদা প্রায় ৯ লাখ। এরইমধ্যে চাহিদার ৮০ শতাংশ বই পাওয়া গেছে। উপজেলাগুলোতে পৌঁছে গেছে ৭ লাখের মতো বই। তবে চতুর্থ ও পঞ্চম শ্রেণীর বই আসেনি।