• Friday, January 24, 2025

চাঁপাইনবাবগঞ্জে ‘বই উৎসব’ অনুষ্ঠিত

  • Jan 01, 2019

Share With

নতুন বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়ার লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে।

`শিক্ষা নিয়ে গড়ব দেশ-শেখ হাসিনার বাংলাদেশ’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার সকালে নবাবগঞ্জ হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে বই উৎসবের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আব্দুল কাদেরের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুল লতিফ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার টি.এম মোজাহিদুল ইসলাম বিপিএম, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. দাউদ হোসেন, নবাবগঞ্জ মহিলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মনোয়ারা খাতুন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ড. চিত্রলেখা নাজনীন, সিভিল সার্জন ডা. খায়রুল আতাতুর্ক।

শিক্ষার্থীদের হাতে নতুন বছরে নতুন বই তুলে দেন অতিথিরা।

উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জ জেলায় এ বছর মাধ্যমিক শাখায় ২৭ লাখ ১১ হাজার ৮’শ ৮৭টি এবং প্রাথমিক শাখায় ২ লাখ ১১ হাজার ২’শ ২৯জন শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেয়া হচ্ছে।