• Friday, January 24, 2025

চাঁপাইনবাবগঞ্জে বঙ্গমাতা ও বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

  • Jul 29, 2018

Share With

স্টাফ রিপোর্টার :

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পর্যায়ে  রোববার বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব ও বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে। সদর উপজেলা প্রশাসন ও  উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের যৌথ আয়োজনে পুরাতন জেলা ষ্টেডিয়ামে এ টুর্ণামেন্ট অনুষ্ঠিত হচ্ছে।

সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর হোসেন এর সভাপতিত্বে এ টুর্ণামেন্টের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সদর আসনের সংসদ সদস্য মো. আব্দুল ওদুদ। এসময় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক মোঃ মাহমুদুল হাসান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আব্দুল কাদের, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোখলেশুর রহমান, ভাইস চেয়ারম্যান মাওলানা মো.  সোহরাব আলী, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাজমা খাতুন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. তৌফিকুল ইসলাম তোফা প্রমুখ।  পরে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথি খেলোয়াড়দের সাথে পরিচিত হন।

টুর্ণামেন্টে বালিকা পর্যায়ে ১৫টি প্রাথমিক বিদ্যালয় ও বালক পর্যায়ে ১৫টি প্রাথমিক বিদ্যালয় অংশ নিয়েছে।  খেলায় বালিকা পর্যায়ে ইসলামপুর ইউনিয়নের দশরশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মহারাজপুর ইউনিয়নের কারবালা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বালক পর্যায়ে ছয়রশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মহারাজপুর ইউনিয়নের সালিম  ডোলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় অংশ নেয়।