• Saturday, December 21, 2024

চাঁপাইনবাবগঞ্জে বঙ্গবন্ধু গোল্ডকাপে বারোঘরিয়া ফুটবল দল চ্যাম্পিয়ন

  • Sep 09, 2018

Share With

চাঁপাইনবাবগঞ্জে পুরাতন জেলা স্টেডিয়ামে রোববার বিকেলে ইউনিয়ন পর্যায়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোন্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনুর্ধ্ব-১৭) ফাইনাল খেলায় বারোঘরিয়া ইউনিয়ন ফুটবল দল ঝিলিম ইউনিয়ন ফুটবল দলকে টাইব্রেকারে (৪-১) গোলে পরাজিত করে বিজয়ী হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি উপস্থিত থেকে জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক বিজয়ীদের ট্রফি তুলে দেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোখলেশুর রহমান, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ রুহুল আমিন, ভাইস চেয়ারম্যান মাওলানা সোহরাব আলী, রানিহাটি ইউপি চেয়ারম্যান মো. মহসিন আলী, বারোঘরিয়া ইউপি চেয়ারম্যান মো. আবুল খায়ের, অনুপনগর ইউপি চেয়ার‌্যমান মো. সাদেকুল ইসলাম, শাহজাহানপুর ইউপি চেয়ারম্যান মো. আব্দুস সালাম, ঝিলিম ইউপি চেয়ারম্যান মো. তসিকুল ইসলাম প্রমুখ।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অর্থায়নে এবং সদর উপজেলা পরিষদের ব্যবস্থাপনায় ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায়  এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।