• Saturday, December 21, 2024

চাঁপাইনবাবগঞ্জে বিএনপির সাবেক এমপি হারুন ও ছাত্রদলের নেতাকর্মীদের হরিমোহন উচ্চ বিদ্যালয় পরিদর্শন

  • Oct 09, 2018

Share With

স্টাফ রিপোর্টার : চাঁপাইনবাবগঞ্জের শতবর্ষী ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ে মঙ্গলবার সকালে সাবেক এমপি ও বিএনপির যুগ্ন-মহাসচিব হারুন-অর-রশিদ পরিদর্শন করেছেন।

এ সময় তিনি স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. গোলাম মুর্শেদ এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এমপি হারুন স্কুলের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে খোলামেলা আলোচনা করেন। তিনি স্কুলে শিক্ষার পরিবেশ, স্কুলের খেলার মাঠ ব্যবহারে উপযোগী করে গোড়ে তোলা, অভিভাবকদের সাথে নিয়মিত শিক্ষা বিষয়ে অবহিতকরণসহ নানারকম দাবী-দাওয়া তুলে ধরেন। স্কুলের মাঠে অনুষ্ঠান হলে শিক্ষার্থীদের পড়ালেখার ক্ষতি হয়।

স্কুলচলাকলীন সময়ে মাঠে যাতে কোন সরকারি-বেসরকারি অনুষ্ঠান না হয়,  সে জন্য শিক্ষার্থীদের নিয়ে মানববন্ধন করারও ঘোষণা দেন সাবেক এমপি হারুন-অর-রশিদ।