• Friday, January 24, 2025

চাঁপাইনবাবগঞ্জে বিএনপির হারুন-পাঠানের মনোনয়ন ফরম উত্তোলন

  • Nov 21, 2018

Share With

নিজস্ব প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনে বিএনপির প্রার্থী হিসেবে ৩ বারের সংসদ সদস্য বিএনপির যুগ্ন-মহাসচিব মো. হারুনুর রশীদ ও জেলা যুবদলের সাবেক সভাপতি ও ব্যবসায়ী ওবাইদুল ইসলাম পাঠান মনোনয়ন ফরম উত্তোলন করেছেন।

মঙ্গলবার সকালে ও বুধবার বিকেলে তারা চাঁপাইনবাবগঞ্জ নির্বাচন অফিসার মো. আরিফুল হকের কাছ থেকে ১৪ জাহার ৫০০ টাকায় এ ফরম উত্তোলন করেন।

এ সময় উভয়ের সাথে উপস্থিত ছিলেন, রেজাউল করিম, আইনাল হক, ইফসুফ আলী, মো. দুরুল হোদা প্রমুখ। অপরদিকে হারুনের সাথে উপস্থিত ছিলেন, আমিনুল ইসলাম মতি, আনোয়ার হোসেনসহ বিএনপির বিভিন্ন অংগসংগঠণের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন। হারুন-পাঠান সকলের দোয়া প্রার্থী।