• Saturday, December 21, 2024

চাঁপাইনবাবগঞ্জে বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ের বৈঠক

  • Feb 06, 2019

Share With

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী (বিএসএফ)’র সেক্টর কমান্ডার পর্যায়ের সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্ত ফাঁড়ির সম্মেলন কক্ষে বুধবার অনুষ্ঠিত বৈঠকে বিজিবির ২৩ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিজিবি রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল মুসফিকুর রহমান মাসুদ।

বিএসএফ’র পক্ষে ২৩ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিএসএফ মালদা সেক্টরের ডিআইজি শ্রী সঞ্চয় গৌড়।

বৈঠক শেষে বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল মুসফিকুর রহমান মাসুদ জানান, সৌহার্দপূর্ণ পরিবেশে প্রায় ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত সৌজন্য বৈঠকে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, অস্ত্র গোলাবারুদ পাচার রোধ, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধসহ সীমান্তে সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ব্যাপারে আলোচনা করা হয়।

এতে সীমান্তে সম্প্রীতি ও সীমান্তের বিভিন্ন সমস্যা আলাপ আলোচনার মাধ্যমে সমধানের ব্যাপারে উভয় পক্ষ একমত হন বলে বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার জানান।