• Friday, January 24, 2025

চাঁপাইনবাবগঞ্জে বিনামূল্যে চক্ষু শিবিরে দরিদ্র রোগীদের চিকিৎসা

  • Nov 29, 2019

Share With

চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি, ঢাকার আয়োজনে ও চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতালের সহযোগিতায় চক্ষু শিবির ২০১৯ এর উদ্বোধন করা হয়েছে।  শুক্রবার (২৯ নভেম্বর) সকালে চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতালে বিনামূল্যে চক্ষু শিবিরে দরিদ্র রোগীদের চিকিৎসার উদ্বোধন করা হয়।

ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার মো.নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত চক্ষু শিবির-২০১৯ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি,  বীর মুক্তিযোদ্ধা মঈনুদ্দীন মন্ডল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসি, বৃহত্তর রাজশাহী সমিতি, ঢাকার সভাপতি ইঞ্জিনিয়ার মাহতাব উদ্দীন, স্বাচিপ নেতা ডা. গোলাম রাব্বানী, আওয়ামী লীগ নেতা মেসবাহুল সাকের জ্যোতি, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. মিজানুর রহমান মিজান, চক্ষু হাসপাতালের পরিচালক ডা. আয়াজ উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল হক আনোয়ার, সাংগঠনিক সম্পাদক মেজর (অব.) আমিরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক জহিরুল ইসলাম, নির্বাহী সদস্য নাজমুল ইসলাম মানিক, সদস্য ইঞ্জিনিয়ার ইকবাল প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির সাবেক সভাপতি ইঞ্জি.মাহতাব উদ্দীন।  অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতালের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মো. আব্দুল হাকিম প্রমুখ।

উল্লেখ্য, ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির সার্বিক অর্থায়নে ১ হাজার ছানি রোগীর ফ্রি ছানি অপারেশন করা হবে।