• Saturday, December 21, 2024

চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমান ফেন্সিডিলসহ দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাব

  • Aug 15, 2018

Share With

চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমান ফেন্সিডিলসহ দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।
বুধবার সকাল সাড়ে ৭ টার দিকে, সদর উপজেলার দারিয়াপুর ট্রাকস্ট্যান্ড এলাকায় একটি পিকআপে তল্লাশি চালিয়ে ২০৮৬ বোতল ফেন্সিডিলসহ তাদের গ্রেফতার কর হয়। এ সময় ফেন্সিডিল বহনকারী পিকআপটিকেও জব্দ করা হয়।

আটককৃতরা হলো, গোপালগঞ্জ জেলার সদর উপজেলার শিবপুর গ্রামের আকরাম শেখের ছেলে ও ট্রাক চালক নুরনবী এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার মনাকষা ইউনিয়নের নামোটোলা গ্রামের সাইদুর রহমানের ছেলে রিপন।

বুধবার সকাল ১১টায় প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, ‘গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে ৭টার দিকে দারিয়াপুর এলাকায় একটি চেকপোষ্ট বসানো হয়। এ সময় একটি পিকআপে(ঢাকা মেট্ট্রো-ন-১৫-২১০৬) তল্লাশি চালিয়ে আমের ক্যারেটের ভেতর লুকানো অবস্থায় ২০৮৬ বোতল ফেন্সিডিল জব্দ করা হয় এবং ওই পিকআপের চালক ও ফেন্সিডিল ব্যবসায়ী রিপনকে আটক করা হয়। এ ঘটনায় সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।