• Saturday, December 21, 2024

চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৈজ্ঞানিক উপকরণ বিতরণ করলেন ওদুদ এমপি

  • Jul 30, 2018

Share With
 সোমবার সকালে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের হাতে শিক্ষার্থীদের জন্য বৈজ্ঞানিক উপকরণ বিতরন করা হয়েছে।
সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আব্দুল ওদুদ।
বিশেষ অতিধি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহা. তৌফিকুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান মো.মোখলেসুর রহমান প্রমুখ।
সদরের নির্বাচিত ৪১ টি উচ্চ বিদ্যালয়ে এ বৈজ্ঞানিক সামগ্রী বিতরণ করা হয়। এসময় নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়েরর প্রধান শিক্ষক মো. হাসিনুর রহমান, কামাল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেদা খানমসহ বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন।
এমপি ওদুদ তাঁর বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার উপর জোর গুরুত্ব দিয়েছেন। দেশকে সামনের দিকে এগুতে হলে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সে লক্ষেই আজ এসব উপকরণ বিতরণ করা হলো। যা অব্যাহত থাকবে।