• Sunday, May 5, 2024

চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে শ্রী কৃষ্ণের জন্মাদিন-জন্মাষ্টমী পালিত

  • Sep 02, 2018

চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে শ্রী কৃষ্ণের জন্মাদিন জন্মাষ্টমী পালিত হয়েছে।

রবিবার সকালে জন্মাষ্টমী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে । বাংলাদেশ হিন্দুধর্মীয় কল্যান ট্রাষ্ট ও জেলা প্রশাসনের সহযোগিতায় শহরের শিবতলা কর্মকারপাড়া শ্রীশ্রী দূর্গা মন্দির চত্বরে আলোচনা সভা হয়। চাঁপাইনবাবগঞ্জ জেলা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন পরিষদের আয়োজনে অনুষ্ঠিত এই সভায় অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইকবাল হোছাইন, চাঁপাইনবাবগঞ্জ জেলা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যাম কিশোর দাস গোস্বামী মহারাজসহ অন্যরা।

জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক কনকরঞ্জন দাস।

বিভিন্ন স্থানের হিন্দু ধর্মাবলম্বীরা শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা ও বর্ণাঢ্য শোভাযাত্রা অংশ নেয়। সভা শেষে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শোভাযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিথিরা। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। শোভাযাত্রা শেষে নবাবগঞ্জ সরকারী কলেজের শহীদ মনিমুল হক অডিটোরিয়ামে পুরস্কার বিতরনী অনুষ্ঠান হয়। এসময় শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এদিকে, দেশের বৃহত্তম পুজা মন্ডপ চাঁপাইনবাবগঞ্জে বারঘরিয়া বাইস পুতুল দূর্গা মন্দির কমিটির উদ্যোগে পৃথকভাবে মন্দির চত্বরে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এসময় চাঁপাইনবাবগঞ্জ পুজা উদযাপন পরিষদের সম্পাদক শ্রীযুক্ত প্রণব কুমার পাল, বারঘরিয়া বাইস পুতুল দূর্গা মন্দির কমিটির সাধারণ সম্পাদক মৃণাল কান্তি পাল, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শ্রীযুক্ত দিলীপ কুমার রায়সহ অন্যরা।