চাঁপাইনবাবগঞ্জে বিশ্বকবি রবীন্দ্রনাথ ও মরমি কবি লালন শাহ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
- Sep 30, 2018
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালুগ্রাম আদর্শ কলেজে বিশ্বকবি রবীন্দ্রনাথ ও মরমি কবি লালন শাহ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে বালুগ্রাম আদর্শ কলেজে অধ্যক্ষ বেলাল উদ্দীন মিলনায়তনে কলেজের অধ্যক্ষ মো. মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড রাজশাহীর অবসরপ্রাপ্ত চেয়ারম্যান প্রফেসর মো. তানবিরুল আলম।
মুখ্য আলোচক ভারতের পশ্চিমবঙ্গ মালদহ গাজোল মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. অমরচন্দ্র কর্মকার।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ ন.স.ম.মাহবুবুর রহমান, শাহনেয়ামাতুল্লাহ কলেজের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক কনক রঞ্জন দাস প্রমুখ ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলা বিভাগের প্রভাষক আশাপূর্ণা রায় চৌধুরী। অনুষ্ঠানে মুখ্য আলোচক ড. অমরচন্দ্র কর্মকার রবীন্দ্রনাথ ও লালন শাহ এর জীবনীর উপর আলোচনা করেন।