চাঁপাইনবাবগঞ্জে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উদযাপন
- May 09, 2025

চাঁপাইনবাবগঞ্জে আলোচনা, রবীন্দ্র সংগীত, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশনের মধ্যদিয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা শিল্পকলা অ্যাকাডেমির ব্যবস্থাপনায় জেলা প্রশাসন এসব কর্মসূচির আয়োজন করে।
শিল্পকলা অ্যাকাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সালমা আক্তার, নবাবগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক গোলাম মোস্তফা, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক শরিফা রহমান সুইটি বক্তৃতা করেন। সূচনা বক্তব্য দেন জেলা কালচারাল অফিসার শাহাদৎ হোসেন।