• Saturday, December 21, 2024

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস পালন

  • Nov 14, 2018

Share With

স্টাফ রিপোর্টার: ‘ডায়াবেটিস প্রতিটি পরিবারের উদ্বেগ’  এই প্রতিপাদ্যকে সামনে রেখে  চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে।

বুধবার সকালে চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিস সমিতি চত্বর থেকে র‌্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করা হয় এবং পরবর্তীতে চাঁপাইনবাবগঞ্জ শাহনেয়ামতুল্লাহ কলেজে এ উপলেক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ডায়াবেটিস সমিতি চাঁপাইনবাবগঞ্জ শাখার পরিচালক ডা. মো. দুরুল হোদার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডা, সায়ফুল ফেরদৌস মো. খায়রুল আতাতুর্ক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শাহনেয়ামতুল্লাহ কলেজের অধ্যক্ষ মো. আনোয়ারুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষার উদ্বোধন করেন।