• Friday, January 24, 2025

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস পালিত

  • Oct 11, 2018

Share With

স্টাফ রিপোর্টার: ‘দৃষ্টি সকলের অধিকার, চক্ষু পরিচর্যা সবার জন্য’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস পালিত হয়েছে।

এ দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতাল চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতাল ও বাংলাদেশ জাতীয় অন্ধকল্যাণ সমিতি চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে দিবসটির তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা  অনুষ্ঠিত হয়। বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন মো. আয়াজ উদ্দীন আয়াজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয় অন্ধকল্যাণ সমিতি চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী একেএম খাদেমুল ইসলাম, জেলা পরিষদ সদস্য মো. আব্দুল হাকিম, পৌর কাউন্সিলর আব্দুল বারেক, ক্রীড়া সংগঠক আব্দুল হান্নান। সভা শেষে জেলার ঐতিহ্যবাহী গম্ভীরা পরিবেশন করা হয়।