• Saturday, December 21, 2024

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত

  • Oct 15, 2018

Share With

স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত হয়েছে।‘স্বনির্ভর চলায়, সাদা ছড়ি নিরাপত্তার প্রতীক’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে, বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে সোমবার চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন, জেলা সমাজ সেবা অধিদপ্তর র‌্যালি ও আলোচনাসভার আয়োজন করে।

সোমবার সকাল ১০টায় চাঁপাইনবাবঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র‌্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।

চাঁপাইনবাবগঞ্জ জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক তৌহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট দেবেন্দ্রনাথ উঁরাও। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডা. সায়ফুল ফেরদৌস মুহা. খায়রুল আতাতুর্ক, প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মীর শামিম আলী, সমতা নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক আকসানা খাতুন প্রমুখ।

আলোচনা সভায় দৃষ্টি প্রতিবন্ধীকে ১টি করে সাদা ছড়ি প্রদান করা হয়।