• Friday, January 24, 2025

চাঁপাইনবাবগঞ্জে বিষ্ফোরকসহ জামায়াতের ১৯ নেতাকর্মী আটক

  • Dec 20, 2018

Share With

নিজস্ব প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুরের একটি লেবুবাগান থেকে নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক করার সময় বিষ্ফোরকসহ জামায়াতের ১৯ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার বেলা ৩টার দিকে সদর মডেল থানার ওসি (অপারেশন) মো. ইদ্রিশ আলীর নেতৃত্বে এই অভিযান চালানো হয়। এ সময় তাদের কাছ থেকে ১ কেজি ১’শ গ্রাম গানপাউডার, ৬টি ককটেল ও ৪টি জেহাদী বই উদ্ধার করা হয়। আটককৃতরা হলো, সামায়ুন খলিফা, আওমুদ্দিন, ইদুল আলী, মঞ্জুর আলী, সদর উদ্দিন ওরফে বাবর আলী, হাবিবুর রহমান, নজরুল ইসলাম, আক্তারুল ইসলাম, বাবলু মিয়া, সাদিকুল ইসলাম, জান্নাতুল ইসলাম, আলতাব হোসেন, নজরুল ইসলাম, আব্দুর রাজ্জাক, নবীন আলী, আশিরুল ইসলাম, আমিনুল ইসলাম, আব্দুল ওহাব ও আব্দুল কাদের।

সদর মডেল থানার ওসি (অপারেশন) মো. ইদ্রিশ আলী বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতরা নাশকতার উদ্দেশ্যে মহারাজপুর ইউনিয়নের চকটোলা এলাকার একটি লেবু বাগানে গোপন বৈঠক করছিল। এসময় গোপন সংবাদ পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।