চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা) সেতুতে টোল আদায় বন্ধ
- Aug 13, 2024
চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা সেতু) সেতুতে আপাতত টোলমুক্ত ঘোষণা করা হয়েছে। গণ অধিকার পরিষদের ব্যানারে সেতুটিকে টোলমুক্ত করার দাবির পরিপ্রেক্ষিতে সেনাবাহিনীর সদস্যরা এসে টোল আদায় সাময়িক বন্ধ করেন।
এরআগে মঙ্গলবার (১৩ আগস্ট) সকালে চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা সেতু সংলগ্ন রোডে গণ অধিকার পরিষদের ব্যানারে মহানন্দা সেতু টোলমুক্ত করার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেন দলের নেতারা।
এসময় মানববন্ধনে গণ অধিকার পরিষদের নেতারা বলেন, সেতুটিতে দুই চাকা ও তিন চাকার যানবাহনের টোল আদায় বন্ধ করতে হবে। একইসঙ্গে সেতু সংস্কারের দাবি জানান তারা। এর পরপরই সেনাসদস্যরা এসে টোল আদায় সাময়িক বন্ধ ঘোষণা করা হয়।
অভিযোগ রয়েছে, স্থানীয় একটি সিন্ডিকেট সড়ক বিভাগের কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশে কম টাকায় ইজারা নিয়ে উচ্চহারে টোল আদায় করে আসছে। উচ্চহারে টোল উত্তোলনের কারণে জন অসন্তোষও রয়েছে বলে জেলা প্রশাসনের গোপন প্রতিবেদনে বলা হয়েছে। সেতুটির অফিসিয়াল নাম ‘বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু’।