• Saturday, December 21, 2024

চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের শাহাদাত বার্ষিকী পালন

  • Dec 14, 2024

Share With

চাঁপাইনবাবগঞ্জ বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের ৫৩তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে।  চাঁপাইনবাবগঞ্জকে শত্রুমুক্ত করতে ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকবাহিনীর সাথে সম্মুখযুদ্ধে শহীদ হন জাতির এই সূর্যসন্তান।

দিবসটি উপলক্ষে শনিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ শহরের রেহাইচরে তাঁর স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি এবং দোয়া- মোনাজাত করা হয়।

সকালে জেলা প্রশাসক আব্দুস সামাদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, জেলা পুলিশ সুপার রেজাউল করিম, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. আনিছুর রহমানসহ বিভিন্ন সংগঠন ও সরকারি বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এ ছাড়াও সোনামসজিদে তাঁর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও কবর জিয়ারতের আয়োজন করে জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদ।

প্রসঙ্গত, চাঁপাইনবাবগঞ্জ শহরকে শত্রুমুক্ত করতে ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর ভোরে ক্যাপ্টেন জাহাঙ্গীর তাঁর বাহিনীকে তিনভাগে ভাগ করে আক্রমণ শুরু করেন। লড়াইয়ের এক পর্যায়ে শত্রুর গুলিতে শহীদ হন তিনি। ওইদিনই চাঁপাইনবাবগঞ্জ মুক্ত হয়। পরেরদিন ১৫ ডিসেম্বর বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরকে ঐতিহাসিক  ছোট সোনামসজিদ প্রাঙ্গণে সমাহিত করা হয়।