• Sunday, February 23, 2025

চাঁপাইনবাবগঞ্জে ‘বৈষম্যমুক্ত বাংলাদেশ বির্নিমাণ ও গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক মতবিনিময়

  • Dec 30, 2024

Share With

চাঁপাইনবাবগঞ্জে ‘বৈষম্যমুক্ত বাংলাদেশ বির্নিমাণ ও গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক গণমাধ্যমকর্মীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভার আয়োজন করে রাজশাহী আঞ্চলিক তথ্য অফিস।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। রাজশাহী আঞ্চলিক তথ্য অফিসের উপ-প্রধান তথ্য অফিসার মো. তৌহিদুজ্জামান সভার সভাপতিত্ব করেন।

সভায় গুজব প্রতিরোধে সংবাদ প্রকাশ ও তৈরিতে বিভিন্ন প্রতিবন্ধকতা ও করণীয় নিয়ে আলোচনা ও পরামর্শ প্রদান করেন উপস্থিত জেলার বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।