• Sunday, February 23, 2025

চাঁপাইনবাবগঞ্জে ব্র্যাক স্কুল পরিদর্শনে রাজশাহী অতিরিক্ত বিভাগীয় কমিশনার

  • Feb 12, 2025

Share With

চাঁপাইনবাবগঞ্জের শিমুলতলা ব্র্যাক প্রাইমারি স্কুল পরিদর্শন করলেন রাজশাহী বিভাগীয় অতিরিক্ত কমিশনার তরফদার মো. আক্তার জামীল।

বুধবার (১২ ফেব্রুয়ারী) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের শিমুলতলা ব্র্যাক প্রাইমারি স্কুল পরিদর্শনকালে রাজশাহী বিভাগীয় অতিরিক্ত কমিশনারের সাথে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাকিব হাসান তরফদার, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছমিনা খাতুন, চাঁপাইনবাবগঞ্জ সদর সহকারী কমিশনার (ভূমি) আঞ্জুমান সুলতানা, ব্র্যাকের রাজশাহী বিভাগীয় ব্যবস্থাপক, রেগুলেটরী এফেয়ার্স মোতারফ হোসেন, বিভাগীয় ব্যবস্থাপক (শিক্ষা) রাজকেশর রায়, চাঁপাইনবাবগঞ্জ জেলা সমন্বয়ক মোমেনা খাতুন, ট্রেইনার মো. মাহবুবুর রহমান ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ম্যানেজার নারায়ন চন্দ্র রায়।

স্কুল পরিদর্শনকালে রাজশাহী বিভাগীয় অতিরিক্ত কমিশনার শিক্ষার্থীদের সাথে কথা বলেন, লেখাপড়া মান যাচাই করেন। সহ-পাঠক্রমিক, সৃজনশীল বিভিন্ন কর্মকান্ড উপভোগ করেন। শিক্ষার্থীদের সুন্দর ভবিষৎ গড়ে তুলতে তিনি উপদেশ প্রদান করেন এবং ব্র্যাক ঝরে পড়া শিক্ষার্থীদের নিয়ে এধরনের স্কুল আরও প্রতিষ্ঠা করবে এমনটাই আশাবাদ ব্যক্ত করেন।