• Friday, January 24, 2025

চাঁপাইনবাবগঞ্জে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রদান

  • Jul 14, 2019

Share With

চাঁপাইনবাবগঞ্জ শহর সমাজসেবা অফিসের আয়োজনে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা ও ভাতার বই বিতরণ করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ৬শ জন বয়স্ক, ২১১ জন বিধবা ও ৩৪৭ প্রতিবন্ধীর মাঝে ভাতার বই বিতরণ করা হয়। একই সাথে ১ নং ওয়ার্ডের ৫৩ জন বয়স্ক ও ২০ জন বিধবার মাঝে মাসিক ৫শ টাকা হিসেবে একবছরের ৬ হাজার টাকা করে ৪ লাখ ৩৮ হাজার টাকা বয়স্ক ও বিধবাভাতা এবং ৩১জন প্রতিবন্ধীকে মাসিক ৭শ টাকা হারে একবছরের ২ লাখ ৬০ হাজার ৪শ টাকা প্রতিবন্ধী ভাতা প্রদান করা হয়। ২০১৮ সালের জুলাই হতে গত জুন মাস পর্যন্ত এক বছরের এ ভাতা প্রদান করা হয়।

রোববার (১৪ জুলাই) সকাল ১০ টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ভাতা ও ভাতাবই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাংসদ ও বিএনপির যুগ্ম মহাসচিব হারুনুর রশীদ। বিশেষ অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পৌর মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক উম্মে কুলসুম। স্বাগত বক্তব্য দেন শহর সমাজসেবা কর্মকর্তা ইমতিয়াজ কবীর। এসময় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার বিভিন্ন সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন।