• Monday, December 30, 2024

চাঁপাইনবাবগঞ্জে মনোনয়ন দাখিল করলেন জাসদের মনির

  • Nov 27, 2018

Share With

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-জাসদ (ইনু), চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-১, (সদর) আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন।

মঙ্গলবার বিকেলে জেলা রিটার্নিং অফিসার এ জেড এম নূরুল হকের নিকট তিনি মনোনয়নপত্রটি দাখিল করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.ক.এম. তাজকির-উজ-জামান, জেলা জাসদের সভাপতি মোজাফর হোসেন, সহ-সভাপতি আব্দুল হামিদ রুনু, যুগ্ন-সম্পাদক আবু হেনা বাবলু, জেলা যুবজোটের সভাপতি তরিকুল ইসলাম, জেলা নারীজোটের আহ্বায়ক, তৌহিদা খাতুন কমলা, জেলা শ্রমিকজোট সভাপতি সাজেমান আলী, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক আব্দুল মজিদ, শ্রমিক নেতা সাইদ আলী, কর্নেল তাহের সংসদের আহ্বায়ক নিয়ামুল হক, জেলা জাসদের নেতা বাবর আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ। দলীয় মনোনীত প্রার্থী হিসেবে মশাল প্রাতীকে তিনি এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।