• Friday, January 24, 2025

চাঁপাইনবাবগঞ্জে মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ উপলক্ষে র‌্যালি

  • Jul 25, 2019

Share With

মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। ‘নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসন ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার আয়োজনে র‌্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

জেলা প্রশাসক এ জেড এম নূরুল হকের নেতৃত্বে র‌্যালিতে উপস্থিত ছিলেন পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ ড. শংকর কুমার কুন্ডু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ রুহুল আমিন, জেলা পরিসংখ্যান অফিসের উপ-পরিচালক মোসা. উম্মে কুলসুম, জেলা কালচারাল অফিসার মো. ফারুকুর রহমান ফয়সল, জেলা পরিষদ সদস্য মোসা. হালিমা বেগম ও আব্দুল হাকিমসহ জেলা প্রশাসন ও জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার পক্ষ থেকে র‌্যালি চলাকালীন সময়ে মশক নিধন যন্ত্রের মাধ্যমে শহরের বিভিন্ন সড়কের আশপাশের মশক নিধন করা হয়। র‌্যালি শেষে শহরের বেশ কিছু জায়গা হতে ময়লা-আবর্জনা সরিয়ে ফেলা হয়।