• Saturday, December 21, 2024

চাঁপাইনবাবগঞ্জে মহিলা আওয়ামী লীগের নির্বাচনী প্রস্তুতি সভা

  • Sep 10, 2018

Share With

স্টাফ রিপোর্টার : চাঁপাইনবাবগঞ্জে মহিলা আওয়ামী লীগের নির্বাচন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে শহীদ মনিমুল হক সড়কে অবস্থিত আওয়ামী লীগ কার্যালয়ে জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শান্তনা হকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মোসা. মাতুয়ারা বেগম, সাধারণ সম্পাদক নাসরিন আক্তার, পৌর যুব মহিলা লীগের সভাপতি জুঁই আক্তার।

সভায় আরও উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জামাল আব্দুল নাসের, আওয়ামী লীগ নেতা মো. মনিরুল ইসলাম, অধ্যক্ষ মো. আতিকুল ইসলাম, আলহাজ্ব রফিকুল ইসলাম, আবু সালেহ আল হাম্মাদসহ অন্যান্য নেতাকর্মী।

সভায় বক্তারা সামনে নির্বাচনে আব্দুল ওদুদের পক্ষে নৌকা প্রতীকের হয়ে কাজ করার আহবান জানান। প্রতিটি ওয়ার্ডে ও ইউনিয়নে নারীদের গ্রুপ করে নির্বাচনী প্রচারণা চালানোর আহবান জানানো হয় এ সভায়। সভায় সদরের ১৫ টি ওয়ার্ড ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নারী নেতৃবৃন্দ উপস্তিত ছিলেন।