• Friday, January 24, 2025

চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

  • Jun 26, 2019

Share With

‘সুস্বাস্থ্যেই সুবিচার, মাদক মুক্তির অঙ্গীকার’ -এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে। বুধবার জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ আয়োজনে র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

সকালে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে র‌্যালি বের হয়ে শহরের সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এসে এক আলোচনাসভায় মিলিত হয়।

অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট দেবেন্দ্রনাথ উরাঁও এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক এ জেড এম নুরুল হক। বিশেষ অতিথির বক্তব্য দেন, অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খাঁন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, ৫৯ বিজিবি’র নায়েক সুবেদার আবু সাঈদ, নামোশংকরবাটি মহাবিদ্যাালয়ের প্রভাষক জাহিদা নাজনীন, শিক্ষার্থী সুমাইয়া ইসলাম,মাদক থেকে সুস্থ জীবনে ফিরে আসা শামিম আলী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ এর সহকারি পরিচালক মোহাম্মদ আনিছুর রহমান খাঁন ।

দেশের তরুণ সমাজকে মাদকাসক্তের হাত থেকে রক্ষা করতে বক্তারা বলেন, যেভাবে এখনো মাদক আসছে, এখনই মাদকের বিরুদ্ধে সামাজিক অন্দোলন গড়ে তুলতে হবে।  তরুণরাই আগামী দিনের সমাজ গড়ার হাতিয়ার। যাতে তারা বিপথগামী না হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে।