• Friday, January 24, 2025

চাঁপাইনবাবগঞ্জে মাদকসহ আটক ৩

  • Sep 13, 2018

Share With

স্টাফ রিপোর্টার  : চাঁপাইনবাবগঞ্জের আমনুরা মিশন রেলগেট শিশাতলা এলাকায় গোয়েন্দা পুলিশের অভিযানে মাদকসহ ১ ব্যক্তিকে আটক করেছে। আটককৃত ব্যক্তি মো. আরিফ (২২)। তার কাছে ২৫০ গ্রাম গাঁজা ও ৪০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

অপরদিকে শিবগঞ্জ লাওঘাটায় ৬৫ বোতল ফেন্সিডিলসহ ২ ব্যক্তিকে আটক করেছে শিবগঞ্জ থানা পুলিশ। আটককৃত ব্যক্তি লাওঘাটার মো. ইব্রাহিম আলী, লছমানপুরের ফকির মোহাম্মেদ ও চামাটোলার মো.আলাউদ্দিন।

এ-সব ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান পুলিশের কন্ট্রোল রুম।