• Saturday, December 21, 2024

চাঁপাইনবাবগঞ্জে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদন্ড

  • Aug 04, 2019

Share With

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় এক মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত। সেই সাথে এক লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো.শওকত আলী রোববার বিকেলে এ রায় প্রদান করেন।

দন্ডপ্রাপ্ত আসামী জেলার সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের ১২ রশিয়া গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে মোজাম্মেল হক ওরফে কালু মেম্বার (৫৫) ।

অতিরিক্তি পিপি আঞ্জুমান আরা জানান, ২০১৭ সালের ২০ অক্টোবর সকালে কালুর বাড়িতে র‌্যাবের একটি দল অভিযান চালিয়ে ১ কেজি ৫৫০ গ্রাম হেরোইনসহ তাকে আটক করে এবং এদিনই র‌্যাবের এস আই আব্দুল মাজেদ সদর থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে ২০১৮ সালে ২৮ ফেব্রুয়ারী পুলিশ পরিদর্শক আতিকুল ইসলাম মামলাটির অভিযোগপত্র আদালতে জমা দিলে সাক্ষ্য গ্রহণ ও শুনানী শেষে রোববার এ মামলার রায় প্রদান করা হয়।