• Wednesday, March 12, 2025

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

  • Mar 05, 2025

Share With

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় নিহার কান্ত দাস (২৬) নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. আব্দুল ওদুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (৪ মার্চ) বিকেল ৩টার দিকে চাঁপাইনবাবগঞ্জের দায়রা জজ মো. মিজানুর রহমান আসামির উপস্থিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডিত নিহার রাজশাহী জেলার তানোর উপজেলার পালপাড়া এলাকার শ্রী নিমাই কান্ত দাসের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ২০২১ সালের ১২ আগস্ট দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের কেন্দুল গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানকালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ৭৭০ গ্রাম হেরোইনসহ নিহার কান্ত দাসকে গ্রেপ্তার করা হয়। ওই দিনই র‌্যাবের ডিএডি মো. মোক্তার হোসেন বাদি হয়ে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা সদর মডেল থানার এসআই মো. ওসমান গনি নিহার কান্ত দাসকে অভিযুক্ত করে একই বছরের ১৪ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন।